Toyota Taisor: মধ্যবিত্তের জন্য দারুণ গাড়ি আনলো টয়োটা, দাম শুরু হচ্ছে 7.76 লাখ টাকা থেকে

Toyota Taisor: মারুতি ফ্রনক্স-কে অনুসরণ করে টয়োটা টাইসর গাড়িটি এনেছে সংস্থা

 

হাইলাইটস:

  • টয়োটা-মারুতি সুজুকি যৌথ উদ্যোগে 6 নম্বর মডেল টয়োটা টাইসর
  • আগামী মে মাস থেকে এই গাড়ির বিক্রি শুরু হবে
  • গাড়ির বৈশিষ্ট্য এবং ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক

Toyota Taisor: ভারতে লঞ্চ হল টয়োটা আর্বান ত্রুজার টাইসর। গাড়ির মোট 6টি ভ্যারিয়েন্ট বাজারে এনেছে টয়োটা। আছে দু’রকম ইঞ্জিন। মারুতি ফ্রনক্স-কে অনুসরণ করে এই গাড়ি এনেছে টয়োটা। দুই কোম্পানির যৌথ উদ্যোগে লঞ্চ হওয়া 6 নম্বর মডেল এটি। আগামী মে মাস থেকে এই গাড়ির বুকিং এবং ডেলিভারি শুরু হবে। গাড়ির বৈশিষ্ট্য এবং ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

We’re now on WhatsApp – Click to join

Toyota Taisor: গাড়ির ফিচার্স ও স্পেসিফিকেশন

গাড়ির কেবিনে করা হয়েছে আকর্ষণীয় থিম পেইন্ট। বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে ওয়্যারলেস স্মার্টফোন কানেক্টিভিটি পাবেন। এছাড়াও রয়েছে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, অ্যামবিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জার, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, হেডস আপ ডিসপ্লে এবং 360 ডিগ্রি ক্যামেরা।

Toyota Taisor: গাড়ির ইঞ্জিন

মারুতি সুজুকি ফ্রনক্সে যে ইঞ্জিন লাগানো রয়েছে ঠিক একই পাওয়ারট্রেন পাওয়া যাবে এই গাড়িতে। 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রল ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 88 হর্সপাওয়ার এবং 113 এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। আর একটি ইঞ্জিন হল 1 লিটার টার্বো পেট্রল ইঞ্জিন যা সর্বোচ্চ 99 হর্সপাওয়ার ও 148 এনএম টর্ক উৎপন্ন করে।

টয়োটা টাইসর গাড়িতে গিয়ারবক্সের বিকল্প মিলবে 1.2 লিটার ইঞ্জিনের সাথে 5 স্পিড ম্যানুয়াল এবং 5 স্পিড অটোমেটিক ম্যানুয়াল গিয়ারবক্স মিলবে। 1 লিটার টার্বো পেট্রল ইঞ্জিনে মিলবে 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক টর্ক কনভার্টার ইঞ্জিন। আবার টয়োটা এই গাড়ির CNG ভ্যারিয়েন্টও বাজারে আনবে।

Toyota Taisor: গাড়ির দাম

টয়োটা টাইসর গাড়ির 1.2 লিটার ইঞ্জিনের বেস মডেলের এক্স শোরুম দাম 7.73 লক্ষ টাকা। 1.2 লিটার ইঞ্জিন ও CNG মডেলের এক্স-শোরুম দাম 8.71 লক্ষ টাকা। অটোমেটিক ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম পড়বে 9.12 লক্ষ টাকা। অন্যদিকে 1 লিটার ইঞ্জিনের বেস মডেলের এক্স-শোরুম দাম 10.55 লক্ষ টাকা। আর গাড়ির টপ মডেলের দাম 13.03 লক্ষ টাকা।

গাড়ি ও বাইক সংক্রান্ত আরও প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published.