Please enable javascript.Toyota Fortuner : ভারতের এই 5 শহরে ফর্চুনারের দাম কত জানেন? খরচ শুনলে মাথায় বাজ পড়বে আপনার - toyota fortuner price touches 60 lakh in these 5 cities in india after recent price hike - eisamay

Toyota Fortuner : ভারতের এই 5 শহরে ফর্চুনারের দাম কত জানেন? খরচ শুনলে মাথায় বাজ পড়বে আপনার

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 14 Oct 2023, 2:16 pm
Subscribe

Toyota Fortuner Price : টয়োটা ফর্চুনার নামটার সঙ্গে পরিচিত কমবেশি অনেকেই। বিদেশী ব্র্যান্ডগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় গাড়ি বলতে পারেন। কিন্তু সাম্প্রতিক সময়ে গাড়ির দাম বেশ কয়েকবার বৃদ্ধি করেছে টয়োটা। যার ফলে গাড়িটি কেনার আগে দশবার ভাবতে হচ্ছে গ্রাহকদের। এই মুহূর্তে ভারতে এই 5 শহরে গাড়ির দাম সবথেকে বেশি। প্রায় 60 লাখ টাকা।

Toyota Fortuner
টয়োটা ফর্চুনারের দাম
2009 সালে ভারতে মাল্টি পারপোজ ভেহিকেল Fortuner লঞ্চ করে Toyota Kirloskar Motor। গাড়িটি দেশে আসার কয়েক মাসের মধ্যেই অনেকের কাছে প্রিয় হয়ে ওঠে। কিনতে শুরু করেন বহু মানুষ। এই 14 বছরে ভারতের গাড়ি বাজারের ইতিহাসে আলাদা একটি অধ্যায় তৈরি করেছে ফর্চুনার।

মজবুত বিল্ড কোয়ালিটি, যথেষ্ট স্পেস এবং ভরসাযোগ্য সার্ভিসের কারণে গাড়িটি এত লোকপ্রিয় হয়ে উঠেছে। তবে বিগত কয়েক বছরে গাড়িটির দাম একাধিকবার বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগেই গাড়ির দাম 70,000 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংস্থা। ফলস্বরূপ গাড়িটি কেনার ইচ্ছা থাকলেও দামের কারণে পিছিয়ে যাচ্ছেন অনেকেই।
Toyota Mini Land Cruiser : মারুতি জিমনি-কে ঠেকাতে মিনি ল্যান্ড ত্রুজার আনছে টয়োটা, ফর্চুনারের থেকেও কম দাম!
ভারতের এমন 5 শহর রয়েছে যেখানে গাড়ির দাম অতিক্রম করেছে 60 লাখ টাকা। গাড়ির দাম বিগত কয়েক বছরে 1.1 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কোন কোন মডেলের দাম বাড়িয়েছে টয়োটা? 4x2 পেট্রল ম্যানুয়াল, পেট্রল অটোমেটিক, 4x2 ডিজেল ম্যানুয়াল, ডিজেল অটোমেটিক, 4x4 ডিজেল ম্যানুয়াল, ডিজেল অটোমেটিক এবং 4x4 GR-S মডেলগুলির দাম বাড়ানো হয়েছে।

এই দাম বৃদ্ধি করার ফলে টয়োটা ফর্চুনারের বর্তমান এক্স-শোরুম মূল্য 33.43 লাখ টাকা থেকে 51.44 লাখ টাকাতে গিয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, 2021 সালে Ford Endeavour বন্ধ হওয়ার পর ক্রমাগত গাড়ির দাম বাড়িয়ে চলেছে টয়োটা। তবে আপনি যদি এই শহরগুলি থেকে হন তাহলে খরচ করতে হবে আর বেশি, 60 লাখ টাকা।
Toyota Fortuner : প্রতি ফর্চুনার বেচে টয়োটার লাভ মাত্র 40,000! বাকি টাকা নেয় কে?

কোন কোন শহরে টয়োটা ফর্চুনারের দাম 60 লাখ?


বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দিল্লি, মুম্বই ইন্দোর এবং পুনে শহরে গাড়ির টপ-স্পেক ভেরিয়েন্টের অন-রোড প্রাইস 60 লাখ টাকা অবধি পৌঁছে গিয়েছে। এই তালিকায় বর্তমানে সবথেকে দামী গাড়ি এখন ফর্চুনার। বাজারে এই MPV-র শুধু দুটি প্রতিপক্ষ রয়েছে MG Gloster এবং Isuzu MU-X। যদিও বিক্রির নিরিখে ফর্চুনারের ধারে কাছে নেই দুই চার চাকা।
Toyota Vellfire : Fortuner-র থেকেও শক্তিশালী, আয়তনে দানব! ভারতে টয়োটার এই গাড়ির দাম কত?

গাড়ির ইঞ্জিন ও মাইলেজ


টয়োটা ফর্চুনার দু’রকম ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায় - 2.7 লিটার 4 সিলিন্ডার পেট্রল ইঞ্জিন এবং 2.8 লিটার 4 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। পেট্রল ইঞ্জিনে সর্বোচ্চ 166 পিএস শক্তি এবং 245 এনএম টর্ক তৈরি হয়। আর ডিজেল ইঞ্জিনে সর্বাধিক 204 পিএস শক্তি এবং 500 এনএম টর্ক তৈরি হয়। সঙ্গে মজুত 6 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন। গাড়ির মাইলেজ 10-14 কিমি প্রতি লিটার।
শুভ্রদীপ চক্রবর্তী
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন
মন্তব্য করুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল