Please enable javascript.Toyota New Car : মধ্যবিত্তের জন্য নতুন গাড়ি আনছে টয়োটা, আয়তনে হবে মিনি ফর্চুনার - toyota new car mini fortuner launch soon in india know expected price - eisamay

Toyota New Car : মধ্যবিত্তের জন্য নতুন গাড়ি আনছে টয়োটা, আয়তনে হবে মিনি ফর্চুনার

Produced byশুভ্রদীপ চক্রবর্তী | EiSamay.Com 11 Mar 2024, 12:37 pm
Subscribe

ফর্চুনারের মতো শক্তপোক্ত হবে এই গাড়ি। টয়োটার নতুন SUV-তে ভরপুর চমক পাবেন। বাজারে ছাপ ফেলতে একাধিক আধুনিক বৈশিষ্ট্য থাকবে এমনটা শোনা যাচ্ছে। তবে দাম হবে হাতের নাগালে। বাজেট কম হলেও গাড়ির শখ মেটাতে গিয়ে পিছুপা হতে হবে না। কী কী বৈশিষ্ট্য থাকবে এবং ঠিক কবে গাড়িটি লঞ্চ হবে সেই সম্ভাব্য তারিখ জেনে নিন।

Toyota New Car
আসছে টয়োটার নতুন গাড়ি
টয়োটা মানেই নির্ভরযোগ্য এবং দক্ষ ইঞ্জিন সমৃদ্ধ চার চাকা। ভারত তথা বিশ্ব বাজারে সবথেকে বড় গাড়ি কোম্পানি তারা। এবার ভারতে মধ্যবিত্তের জন্য নতুন SUV আনতে চলেছে টয়োটা। ইতিমধ্যে সেই গাড়ির প্রস্তুতি শুরু করে দিয়েছে কোম্পানি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী 18 মাসের মধ্যে লঞ্চ হবে এই গাড়ি।

বর্তমানে ভারতে টয়োটার দুটি জনপ্রিয় গাড়ি আর্বান ক্রুজার হাইরাইডার এবং ফর্চুনার। কিন্তু, দুটি খুব দামি। এবং দুই গাড়ি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের। দুই গাড়ির মাঝামাঝি একটি কম দামি, একইসঙ্গে শক্তিশালী SUV আনতে চলেছে তারা। এই গাড়ি নিয়ে ইতিমধ্যে চৰ্চা শুরু হয়েছে নেট মাধ্যমে।

আর্বান ত্রুজার হাইরাইডার ও ফর্চুনারের দাম

টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার গাড়ির দাম রয়েছে 11.14 লাখ থেকে 20.19 লাখ টাকা (এক্স-শোরুম)। আর ফর্চুনারের দাম রয়েছে 33.43 লাখ থেকে 51 লাখ টাকা (এক্স-শোরুম)। অর্থাৎ গাড়ির দাম যে মধ্যবিত্তের আয়ত্তের বাইরে তা সংখ্যা দেখলেই বোঝা যায়। তবে কম দামে শীঘ্রই নতুন গাড়ি হাজির করতে চলেছে কোম্পানি।
Toyota : থামল টেসলার দাপট, টানা চতুর্থবার বিশ্বের সবথেকে বড় গাড়ি কোম্পানির তকমা পেল টয়োটা

টয়োটার নতুন গাড়ির বৈশিষ্ট্য

গাড়িটি 3 সারির SUV হতে চলেছে। অনেকে এটিকে মিনি ফর্চুনার নামেও ডাকতে শুরু করেছেন। একাধিক রিপোর্ট অনুসারে, গাড়ির ডিজাইনে ফর্চুনারের ছোঁয়া থাকলেও চেহারা একদমই আলাদা। বাজারে এই গাড়ি টাটা সাফারি, হ্যারিয়ার, মাহিন্দ্রা এক্সইউভি700, এমজি হেক্টরের মতো গাড়িকে টেক্কা দেবে।

গাড়িতে হাইরাইডারের 1.5 লিটার পেট্রল হাইব্রিড ইঞ্জিন অথবা ইনোভার 2 লিটার পেট্রল ইঞ্জিন থাকতে পারে। তবে ডিজেল ইঞ্জিন থাকবে কিনা তা এখনও জানা যায়নি। গাড়ির কমফোর্ট এবং পর্যাপ্ত লেগ স্পেস পাওয়া যাবে। স্মার্ট ইনফোটেনমেন্ট ফিচারের সঙ্গে মিলবে দারুণ নিরাপত্তা বৈশিষ্ট্য।

গাড়ির সম্ভাব্য দাম ও লঞ্চের তারিখ

আশা করা হচ্ছে, গাড়ির পিক আপ সন্তোষজনক হবে। মিলতে পারে হালকা অফ-রোডিং দক্ষতাও। যদিও তা নির্ভর করছে টয়োটা এই গাড়িতে কী কী বিশেষ সুবিধা যোগ করে। সূত্র মারফত খবর, মিনি ফর্চুনার বা টয়োটার নতুন গাড়ির দাম থাকতে পারে 19 লাখ থেকে 26 লাখ টাকার মধ্যে।

দু দশক ধরে ভারতে রয়েছে ফর্চুনার। এই গাড়ি কিনতে অন-রোড প্রাইস বাবদ প্রায় 60 লাখ টাকা খরচ করতে হয়। ফর্চুনারের মতোই ডিজাইন ও সমান শক্তিশালী গাড়ি যদি কম দামে পাওয়া যায় তাহলে তা মন্দ হবে না। বিশেষ করে এই ধরনের গাড়ি ভারতীয় বাজারে বেশ কয়েকটি লঞ্চ হয়েছে। আশা করা হচ্ছে, 2024 সালের শেষের দিকে অথবা 2025 সালে দেখা যেতে পারে এই SUV।
শুভ্রদীপ চক্রবর্তী
লেখকের সম্পর্কে জানুন
শুভ্রদীপ চক্রবর্তী
শুভ্রদীপ চক্রবর্তী বাংলা ভাষায় অটোমোবাইল কন্টেন্টের একজন বিশেষজ্ঞ। তিনি টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের একটি পণ্য, টাইমস ইন্টারনেটের বাংলা নিউজ ওয়েবসাইট eisamay.com-এর জন্য বাইক ও গাড়ি সংক্রান্ত নিবন্ধ প্রকাশ করে। অটোমোবাইল এবং প্রযুক্তি বিষয়ে লেখালিখি করেন শুভ্রদীপ চক্রবর্তী। গাড়ি ও বাইক বাজারের খুঁটিনাটি তাঁর নিবন্ধে সহজ ও বোধগম্য ভাষায় ফুটে ওঠে। নতুন গাড়ি হোক কিংবা বাইক ও স্কুটার যে কোনও বিষয়ে পাঠকদের তথ্য সমৃদ্ধ করে তোলেন শুভ্রদীপ। যানবাহনের সঙ্গে প্রযুক্তি বিষয়েও চর্চা করতে ভালোবাসেন। যা তাঁর লেখনীতেও প্রকাশ পায়। অবসর সময়ে খেলাধুলা এবং গান শুনতে ভালোবাসে শুভ্রদীপ।... আরও পড়ুন
মন্তব্য করুন

পরের খবর

Auto newsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল