ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

গাড়ি বিক্রিতে ফোক্সওয়াগেনকে টেক্কা দিয়ে টয়োটা শীর্ষে

প্রকাশিত: ১৮:৪৮, ৩০ জানুয়ারি ২০২১

গাড়ি বিক্রিতে ফোক্সওয়াগেনকে টেক্কা দিয়ে টয়োটা শীর্ষে

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহামারির বছর জার্মানির ফোক্সওয়াগেনকে টেক্কা দিয়ে জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা রয়েছে শীর্ষ অবস্থানে। ২০২০ সালে সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেছে টয়োটা। পরিসংখ্যান বলছে, টয়োটা ২০২০ সালে ৯৫ লাখ গাড়ি বিক্রি করেছে, যেখানে ফোক্সওয়াগেন বিক্রি করেছে ৯৩ লাখ গাড়ি। বিলাসবহুল ব্র্যান্ড অডি, এসকোডা আর পোরশে’র স্বত্বাধিকারী ফোক্সওয়াগেন। বিগত কয়েক বছর ধরেই গাড়ি বিক্রিতে শীর্ষ স্থান দখল করে আছে এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসকে টেক্কা দিয়েছিল টয়োটা। ২ বছর পর আবার টয়োটাকে টেক্কা দেয় ফোক্সওয়াগেন। দীর্ঘ ৫ বছর পর গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে এসেছে টয়োটা। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটারও খুব একটা ভালো সময় যাচ্ছিল না। গত কয়েক বছর বিক্রি ছিল কম। করোনা মহামারিতে সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়েছে এ ইন্ডাস্ট্রির। এরপরও মহামারির বছরেই রেকর্ড গাড়ি বিক্রি করেছে টয়োটা। টয়োটার গাড়ি বিক্রি গত বছর ১১ শতাংশ কমেছে, যেখানে ফোক্সওয়াগেনের কমেছে ১৫ শতাংশ। এখন আবার সেমিকন্ডাক্টার সংকটে ভুগছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো, যা উৎপাদনকে আরো ব্যাহত করছে। গবেষণা বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে যন্ত্রাংশ সংকটে ফোক্সওয়াগেনের গাড়ি তৈরি কমবে, যা বিশ্বের মোট গাড়ির চাহিদার ৪ শতাংশ। এরপরও মুনাফার প্রবাহ ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রতিবেদন বলছে, গত বছর ১২০ কোটি ডলার মুনাফা করেছে ফোক্সওয়াগেন। মূলত বছরের দ্বিতীয়ার্ধে বেড়েছে প্রতিষ্ঠানটির ইলেকট্রিক আর হাইব্রিড গাড়ির বিক্রি। তবে ২০২০ সালের মুনাফা নিয়ে মুখ খোলেনি টয়োটা। মহামারির কারণে দেশের বাইরে বিক্রি কমলেও দেশের মধ্যে এবং পুরো এশিয়ায় টয়োটা গাড়ির চাহিদা ছিল বেশি। তবে ইউরোপ আর যুক্তরাষ্ট্রে ব্যাহত হয়েছে গাড়ির বিক্রি। এদিকে সাধারণ গাড়ির পাশাপাশি বেড়েছে টয়োটার ইলেকট্রিক গাড়ির চাহিদা। কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বেড়েছে টয়োটার ইলেকট্রিক গাড়ি বিক্রি।
×